প্রতিষ্ঠানের নাম | দারুল ইফতা ওয়াল উলুম আল-ইসলামিয়া, চট্টগ্রাম |
---|---|
প্রতিষ্ঠাকাল | ২০০২ ঈসায়ী, ১৪২৩ হিজরী |
প্রতিষ্ঠা স্থান | বাসা ৮৪, রোড ৫, ব্লক বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম, বাংলাদেশ (ভাড়া বাসা) |
বর্তমান অবস্থান | আছিয়া খাতুন লেইন, আল মাদানী রোড, বাদুরতলা, শুলকবহর, পাঁচলাইশ, চটগাম, বাংলাদেশ (নিজ্স্ব ভবন)। |
প্রতিষ্ঠাতা পরিচালক | মুফতী খালিদ কাওছার শাহনগরী ফাজেলে তাখাগ্গ ফিল ফিহিল ইসলামী, বাদী টাউশ, কবাটি, পাকিফান। |
সহকারী পরিচালক | আলহাজ্ব হাফেজ মাওলানা শিহাব উদ্দীন সাহেব |
বিভাগসমূহ | ইফতা, ইসলামিক অর্থনীতি, কিরাত, হিফজ, কিতাব বিভাগ, বয়স্ক শিক্ষা, ইসলামী কিন্ডারগার্টেন। |
শিক্ষক সংখ্যা | ১৯ জন |
ছাত্র সংখ্যা | ২১০ জন |
কর্মচারী | ৪ জন |
আয়ের উৎস | ধর্মপ্রাণ মুসলমানদের অনুদান |
কুরআন, সুন্নাহ ও সলফে সালেহীনের নির্দেশিত পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী।
তালীম, তাজকিয়া, খিদমত তথা শিক্ষা, আত্মশুদ্ধি ও মানবসেবা দ্বারা আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন করা এবং সমগ্র দুনিয়ায় আল্লাহর মনোনীত ধর্ম দ্বীনে ইসলামকে প্রচারপ্রসার ও প্রতিষ্ঠিত করা।
বস্তুগত ও দ্বীনী শিক্ষার সমন্বয়ে, নৈতিক ও ইসলামী শিষ্টাচারের আলোকে ছাত্র-ছাত্রীদের সৎ, যোগ্য ও সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।
ছাত্র-ছাত্রীদের সুপ্ত বহুমুখী প্রতিভাকে ইসলামী মূল্যবোধের আলোকে বিকশিত করা এবং সঠিক আক্বীদা, তাহযীব-তামাদ্দুন ও ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে যথার্থ জ্ঞান দান করা।
দ্বীনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী, কর্মমুখী ও বাস্তবধর্মী শিক্ষা পদ্ধতির মডেল গড়ে তোলা।
মুসলমানদের একমাত্র শাশ্বত জীবন বিধান, মহাগ্রন্থ পবিত্র আল-কুরআনকে হিফাজতের লক্ষ্যে তা মানব বক্ষে ধারণ করা।
দক্ষ ও অভিজ্ঞ হাফেজ সাহেবদের সার্বিক তত্ত্বাবধানে ২৪ ঘন্টার রুটিন অনুযায়ী তাজবীদ সহকারে সহীহ-শুদ্ধ নাজেরা ও কুরআনে কারীম হিফজ করানোর জোর চেষ্টা চালিয়ে যাওয়া।
শিক্ষার্থীরা যাতে কুরআনে কারীম হিফজ করার সাথে সাথে পূর্ণাঙ্গভাবে সুন্নাতের অনুসারী এবং আকাবির-আসলাফের আদর্শ ও চেতনায় সমৃদ্ধ হয়ে উঠতে পারে, তজ্জন্য প্রয়োজনীয় তরবীয়তের ব্যবস্থা গ্রহণ এবং ছাত্রদের চরিত্রবান, আদর্শবান, ভদ্র ও সচেতন নাগরিক রূপে গড়ে তুলার বাস্তব প্রশিক্ষণ দান।
সর্বোপরি উল্লেখিত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।