সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাত দিনের পূর্বেই নাম রাখা।
Esteem Soft Limited 22 March 2020 595 Last Updated : 12:37 PM 22 March 2020
প্রশ্ন : ৮৪/ ১৪৪১,২০২০
রবিবার সকাল ৯ টায় আমার একটি মেয়ে জন্ম নিয়েছে। আমি চাচ্ছি- শুক্রবারে জুমার নামাজে মেয়ের নাম রেখে দোয়া করাবো। আমার সিদ্ধান্ত সঠিক কিনা? জানিয়ে উপকৃত করবেন।
নিবেদক
মোঃ আতিকুর রহমান
সোনাগাজী, ফেনী
উত্তর: ৮৪/১৪৪১,২০২০
بسم الله الرحمن الرحيم
الجواب باسم ملهم الصدق والصواب.
কোরআন হাদীস অভিকের নির্ভরযোগ্য কিতাব সমূহ অধ্যয়নে একথা জানা যায় যে, সন্তান ভূমিষ্ঠ হওয়া সপ্তম দিনে নাম রাখা উত্তম (মুস্তাহাব), এর পূর্বেও নাম রাখা জায়েজ আছে। অতএব আপনার জন্য শুক্রবারে মেয়ের নাম রাখা জায়েজ আছে, তবে মুস্তাহাব হলো সপ্তম দিন তথা শনিবার রাখা।
Last Updated : 12:37 PM 22 March 2020