শিক্ষাবর্ষ
- তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী, তাখাসুস ফিল কিরাত ওয়াত-তাজবীদ, কিতাব বিভাগ - শাওয়াল -রমজান
- ইসলামী কিন্ডারগার্টেন বিভাগ - জানুয়ারী - ডিসেম্বর।
সিলেবাস বিন্যস্তকরণ
শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত সিলেবাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে - সকল বিভাগ
- প্রথম সাময়িক পরীক্ষা- এ পর্বে প্রথম থেকে ৩৫% পাঠদান।
- দ্বিতীয় সাময়িক পরীক্ষা- এ পর্বে পরবর্তী ৩৫% পাঠদান।
- বার্ষিক পরীক্ষা। এ পর্বে অবশিষ্ট ৩০% পাঠদান।
ক্লাসে পাঠদান পদ্ধতি
- ক্লাসে পাঠদান এবং ক্লাসে-ই অধিকাংশ পাঠ আদায়ের মাধ্যমে প্রত্যেক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস সমাপ্ত করা হয়।
- বিভিন্ন উপকরণ ও কৌশলের মাধ্যমে হাতে কলমে শিক্ষা প্রদান।
- ক্লাসের সকল শিক্ষার্থীর কাছে পাঠকে সহজ, সাবলীল ও বােধগম্য করার মাধ্যমে সকল মানের শিক্ষার্থীর উত্তরােত্তর অগ্রগতি নিশ্চিত করা হয়।
- অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের দৈনিক বিশেষ তত্ত্বাবধান।
আসন সংখ্যা
শিক্ষার্থী বেশি হলে তাদের পরিপুর্ণ পরিচর্যা ও প্রত্যক্ষ তত্ত্বাবধান সম্ভব হয় না। তাই প্রত্যেক শ্রেণীতে নির্দিষ্ট কোটায় ভর্তি করা হয়; যা নিম্নরূপ
- তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী - ২০ জন
- তাখাসসুস ফিল কিরাআত ওয়াত তাজবীদ - ২০ জন
- বিশেষ নাজেরা বিভাগ- (প্রত্যেক শিক্ষকের তত্ত্বাবধানে) - ২৫ জন
- হিফজ বিভাগ- (প্রত্যেক শিক্ষকের তত্ত্বাবধানে) -১৫ জন
- ইসলামী কিন্ডারগার্টেন বিভাগ- নারি (প্রত্যেক শিক্ষকের তত্ত্বাবধানে)
- নার্সারী(প্রত্যেক শিক্ষকের তত্ত্বাবধানে) - ৩৫ জন
- ১ম শ্রেণি (প্রত্যেক শিক্ষকের তত্ত্বাবধানে) - ২৫ জন
- ২য় শ্রেণি (প্রত্যেক শিক্ষকের তত্ত্বাবধানে) - ২৫ জন
- ৩য় শ্রেণি (প্রত্যেক শিক্ষকের তত্ত্বাবধানে) - ২৫ জন
সাংস্কৃতিক কর্মসূচি ও প্রশিক্ষণ
- শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, আবৃত্তি, সাধারণ জ্ঞান, বক্তব্য ইত্যাদি পরিবেশন করে তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে।
- অতিজ্ঞ ওস্তাদ এবং প্রজেক্টরের মাধ্যমে অনুশীলনের ব্যবস্থা।
- শিক্ষা সফরের ব্যবস্থা।