السلام عليكم ورحمة الله وبركاته
সম্মানিত অভিভাবক/অভিভাবিকা!
‘দারুল ইফতা ওয়াল উলূম আল-ইসলামিয়া চট্টগ্রাম’এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে একদল যোগ্য, আদর্শ ও চরিত্রবান নাগরিক তৈরির প্রত্যয়ে এ প্রতিষ্ঠানের গোড়াপত্তন। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এর পথ চলা মুহূর্তের জন্য থামেনি (আলহামদুলিল্লাহ)। এ পথ চলায় আমাদের রয়েছে সাফল্যের ইতিহাস ও গৌরবময় অর্জন। এর পিছনে রয়েছে কয়েকজন বিদ্যোৎসাহী দ্বীনদার, খোদাভীরু ব্যক্তির অক্লান্ত শ্রম ও আন্তরিকতা।
‘দারুল ইফতা ওয়াল উলূম আল-ইসলামিয়া চট্টগ্রাম’ প্রচলিত কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম নয়। অতি বাস্তব ও সত্য যে, এর প্রতিষ্ঠার উদ্দেশ্যও তা নয়। একটি দ্বীনদার, সুশিক্ষিত ও চরিত্রবান জাতি গঠন করতে সমাজের সচেতন মহলের এটি একটি ক্ষুদ্র প্রয়াস।